দেশের বিভিন্ন জায়গা থেকে ভোটের অনিয়ম খবর আসছে বলে অভিযোগ করেছে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘এই অনিয়ম স্বাধীনতা, বঙ্গবন্ধু, শহীদদের সঙ্গে বেঈমানি।’
রাজধানীর বেইলি রোডের ভিকারুনিসা স্কুল অ্যান্ড কলেজে রবিবার সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি বলে মন খারাপ করাতে চাই না। কিন্তু মিনিটে কল আসছে, যে ভাই আমাদের এখানে তো রাতেই (ভোট) হয়ে গেছে। সন্ধ্যার পরে থেকেই শুরু হয়ে গেল। এগুলো দুঃখজনক, লজ্জাজনক, আইনানুগভাবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘জায়গায় জায়গায় যে খবরগুলো (ভোট অনিয়মের) পাচ্ছি তা উদ্বেগজনক। অনেকে বলেছেন সন্ধ্যায় কাজ (ভোট) হয়ে গেছে। এটা শহীদদের সঙ্গে বেইমানি করা। বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি।’
সব কেন্দ্রে পলিং এজেন্ট দিতে পেরেছেন কিনা- সাংবাদিকরা এ প্রশ্ন করলে তিনি বলেন, ‘অনেক জায়গায় আমরা দিতে পারলাম না, এজেন্ট দেওয়ার পর তাদের বের করে দেওয়া হয়েছে। আমরা দাবি করবো এর যেনও তদন্ত ঠিকমতো হয়। কেননা, এটা সবচেয়ে বড় অপরাধ। বিভিন্ন জায়গা থেকে আসা ভোটের অনিয়মগুলো একত্রিত করে নির্বাচন কমিশনকে দেবো, সরকারকেও দেবো।’
জয়ের ব্যাপারে আপনারা এই মুহূর্তে কতটুকু আশাবাদী- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা সব সময়ে জয়ের ব্যাপারে আশাবাদী। রাজনীতি করি ভোটও দেই।’