‘বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে আমাদের মা-বোনেরা নিরাপদ হবে না’

ওলামা দলের মানববন্ধন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘এর আগে কোনও নারী হত্যা বা ধর্ষণের বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা যতদিন মুক্ত হতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের মা বোনেরাও নিরাপদ হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের দেশে নেই। যদি জনগণের দ্বারা নির্বাচিত সরকার থাকতো তাহলে এসব হত্যাকাণ্ডের বিচার করতো।’

মঙ্গলবার (১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। ৪৮ মাসে হয়নি, ৪৮ বছরেও হবে না। নুসরাত হত্যার ঘটনায় ক্ষমতাসীন দল এবং প্রশাসনের কিছু ব্যক্তি জড়িত আছেন। হয়তো তাদেরও বিচার হবে না।’

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা নেসার উল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদারসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।