সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ২২ অক্টোবর

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. কামাল হোসেনরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ অক্টোবর সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সমাবেশের অনুমতি না দিলে জাতীয় ঐক্যফ্রন্ট কী করবে—এমন প্রশ্নের জবাবে জোটের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘সরকার আমাদের অনুমতি না দেওয়া মানে হচ্ছে সংবিধান লঙ্ঘন করা। সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে সভা-সমাবেশ করা, বক্তব্য রাখা মানুষের অধিকার। এখন সরকার যদি ভুল করে, তাহলে তারা সংবিধান লঙ্ঘন করলো। আমি তো মনে করি দেশের মানুষের উচিত তাদের বের করে দেওয়া।’

ড. কামাল আরও বলেন, ‘অনুমতি না দিলেও আমাদের কাজ তো আমাদের করে যেতেই হবেই। তারা (সরকার) অনুমতি দেবে কিনা, এটা তাদের বিষয়। অবস্থা বুঝে পরবর্তী করণীয় ঠিক করবো।’

গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেন, ‘২২ অক্টোবর বেলা ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। সমাবেশে ঐক্যফ্রন্ট নেতারা উপস্থিত থাকবেন। দেশের সার্বিক বিষয়ে কথা বলবেন। সমাবেশে আমরা দেশের বিভিন্ন সমস্যা নিয়ে প্রস্তাব দেবো।’

রেজা কিবরিয়া আরও বলেন, ‘আবরার হত্যার বিচারের দাবিতে দেশে-বিদেশে গণস্বাক্ষর সংগ্রহ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। কীভাবে সংগ্রহ করা হবে, তার বিস্তারিত জাতীয় ঐক্যফ্রন্ট ও জোটের শরিক দলের ওয়েবসাইটে জানানো হবে। এর ফরমেট ওয়েবসাইটে দেওয়া হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।