সরকার ম‌ুজিববর্ষ নি‌য়ে ব‌্যস্ত, ক‌রোনার দি‌কে নজর দি‌তে পা‌রে‌নি: মান্না

মান্নার সংবাদ সম্মেলননাগ‌রিক ঐক‌্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন,  ‘করোনা মোকাবিলায় প্রায় দুই মাস সময় পাওয়া গেছিল। কিন্তু সরকার মুজিববর্ষ নিয়ে ব্যস্ত থাকায় সেদিকে নজর দিতে পারেনি। এই অবহেলা মেনে নেওয়া যায় না।  আমরা মনে করি, একটা বড় ধরনের বিপদ আমাদের সামনে রয়েছে। এজন্য সবাই মিলে কাজ করা উচিত।’

শুক্রবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নাগরিক ঐক্য আয়োজিত ‘করোনা পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘আমরা অভিযোগ করার জন্য সংবাদ সম্মেলন করছি না। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনীতিতে যে বিপর্যয় ঘটবে তা আমরা অতীতে দেখেছি নাকি সেটা প্রশ্ন করার সময় এসে গেছে। যেহেতু সবকিছু শাটডাউন করার পর্যায় চলে গেছে, সেক্ষেত্রে এর পরিণতি আমরা জানি না। এশিয়ান উন্নয়ন ব্যাংক বলেছে করোনা যদি কিছুটা দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে।’

তিনি বলেন, ‘জাতি আজ বড় বিপদের সম্মুখীন। করোনার স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা করাটা অনেক বড় অর্থনৈতিক সামর্থের ব্যাপার। কিন্তু করোনার প্রভাব শুধু এই ক্ষেত্রেই না অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় হয়ে দেখা দেবে। জাতির এই ক্রান্তিলগ্নে দেশে সামর্থ্যবান এবং ধনী মানুষদের উচিত হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’