‘জনগণের দুর্দশায় সরকার নীরব দর্শকের ভূমিকায়’

আসম আব্দুর রব (ফাইল ছবি)করোনা ও বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে আঞ্চলিক রাজনীতির ঘূর্ণাবর্তে ও অভ্যন্তরীণ সংকটে দিশেহারা হয়ে সরকার নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রব বলেন, ‘প্রজাতন্ত্রের সব ক্ষমতা সরকারের হাতে চরমভাবে কেন্দ্রীভূত থাকায় দুর্নীতি নির্ভর ধ্বংসপ্রাপ্ত প্রশাসনের ওপর সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে। ফলে জনগণের চরম দুর্দিনেও সরকার অসহায় ও দিশেহারা।’

কেন্দ্রীভূত ক্ষমতার সমালোচনা করে রব বলেন, ‘কেন্দ্রীভূত ক্ষমতার কারণে রাষ্ট্রীয় রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি অদক্ষতা অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে। সরকারের সদিচ্ছা থাকলেও এখন আর কোনও মেগা প্রজেক্টের দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের উন্নয়নের দেউলিয়া পরিকল্পনা হাজার হাজার কোটি টাকার অপচয় হচ্ছে। স্বাস্থ্য খাতের হাজার হাজার কোটি টাকার বরাদ্দ জনগণের কাজে আসছে না।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছে। তারা বলেছে, বাংলাদেশের অবস্থাও নাজুক। মানুষ কাজ হারাচ্ছে। ৬ কোটি ৫৩ লাখের বেশি গরীব মানুষের নগদ সহায়তা দরকার। যা দেশের মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশের কিছুটা বেশি।’

আ স ম আব্দুর রব সরকারের প্রতি অসহায় মানুষের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে না থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করার জন্য আহ্বান জানান।