করোনা ও বন্যার মধ্যে নিবন্ধন আইন প্রণয়নের উদ্যোগ স্থগিতের দাবি

ওয়ার্কার্স পার্টিকরোনাভাইরাসের সংক্রমণ ও বন্যার এই সময়ে নিবন্ধন আইন প্রণয়নের উদ্যোগ স্থগিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশনে পাঠানো ৯ দফা প্রস্তাব ও মতামতে এ আহ্বান জানানো হয়েছে। এদিন সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।
নির্বাচন কমিশনের সচিবের বরাবর পাঠানো প্রস্তাবনায় উল্লেখ করা হয়, করোনা মহামারি ও বন্যা দুর্যোগের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে গণপ্রতিনিধিত্ব আইন (নিবন্ধন আইন ২০২০) প্রণয়নের নতুন উদ্যোগ স্থগিত রাখা প্রয়োজন। মহামারি ও দুর্যোগে স্বাভাবিক রাজনৈতিক তৎপরতা যখন বন্ধ ও সংকুচিত তখন নির্বাচন কমিশন কর্তৃক এই ধরনের নতুন আইন প্রণয়নের উদ্যোগ রাজনৈতিক দল ও জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে। তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপিত হয়েছে।
প্রস্তাবে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাজনৈতিক দলের কমিটিতে নারীদের ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কেন্দ্রীয় কমিটির জন্য পাঁচ বছর আর নিম্নস্তরের কমিটির জন্য দশ বছরের নতুন সময়সীমা বেঁধে দিয়ে আইন প্রণয়নের প্রস্তাব করেন।