মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি: সাকি

কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা নিবেদনএই সরকার জনগণের ঘাড়ের ওপর চেপে বসে আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, তা রাষ্ট্রের জন্মের ৫০ বছরেও হয়নি। এখানে ভোটের বৈধতা নেই, সরকারের জনসমর্থন নেই। প্রতিনিয়ত রাষ্ট্র ও জনগণকে বিপজ্জনক ব্যবস্থায় নিয়োজিত করছে এই সরকার।’

শনিবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জাতীয় মুক্তিসংগ্রামের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন’ করার পর এসব কথা বলেন সাকি।

সাকির অভিযোগ, ‘দেশ পরিচালনা নয়; গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, টাকা পাচার, অব্যবস্থাপনা, বিচারহীনতা, অরাজকতা, ধ্বংস, লুটপাটই সরকারের প্রধান কাজ।’ তিনি বলেন, ‘কাজেই এই দুঃশাসন রুখে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তির আশু করণীয় হলো, এই সরকারের উচ্ছেদ ঘটানো। রাজপথে জনগণের ঐক্যই এ বিরাজমান স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু, কেন্দ্রীয় সদস্য দীপক রায়, সংগঠক বেলায়েত শিকদার, আলিমুল কবীর, ইমরাদ জুলকারনাইন, আইনুল হক প্রমুখ।