প্রগতিশীল, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ উদ্যোগ চায় বাংলাদেশ জাসদ

নুরুল আম্বিয়াদেশের সব পর্যায়ে একটা আতঙ্কের পরিবেশ বিরাজমান দাবি করে জনগণের শক্তিকে সংঘবদ্ধ করার জন্য দেশের সব প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দলটির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।

দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন,  মো. খালেদ, ইন্দু নন্দন দত্ত, করিম শিকদার, মঞ্জুর আহম্মদ, শহিদুল ইসলাম, শফিউদ্দিন বেলাল প্রমুখ অংশ নেন।

সভায় বলা হয়, রাজনৈতিক শূন্যতার কারণে জনগণের মধ্য থেকে অরাজকতার বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে উঠছে না। ফলে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়, প্রশাসনের বিভিন্ন স্তরে করোনা মহামারির মধ্যেও বেপরোয়া দুর্নীতির উৎসব চলছে। তার সঙ্গে যোগ হয়েছে এক শ্রেণির ক্ষমতাসীনদের রাজনৈতিক লুটপাট। থানা পর্যায়ে পুলিশ প্রশাসন এবং ক্ষমতাসীন দলের লোকজনের মধ্যে একটা অন্যায় আঁতাত গড়ে উঠেছে। অধিকাংশ থানায় এমপিদের পছন্দমত ওসি পোস্টিং দেওয়ার কারণে ওসিরা এমপি’র ইচ্ছার বাইরে কোনও কাজ করেন না।

এমতাবস্থায় আইনের শাসন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং সমতার ভিত তৈরি করতে সব প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনৈতিক-সামাজিক শক্তিকে সংঘবদ্ধ করার বিকল্প নেই বলে দলটির পক্ষ থেকে মন্তব্য করা হয়।