বাম জোটের নতুন সমন্বয়ক রতন

আবদুল্লাহ আল কাফি রতনবাম গণতান্ত্রিক জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য আবদুল্লাহ আল কাফি রতনকে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী ৩ মাস তিনি জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

জোটের সাবেক সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সভার মাধ্যমে জোটের নতুন সমন্বয়ক করা হয়েছে আবদুল্লাহ আল কাফি রতনকে।’

২০১৮ সালের ১৯ জুলাই এক সংবাদ সম্মলনে ৮টি বাম দলের সমন্বয়ে গঠিত হয় বাম গণতান্ত্রিক জোট। জোটের দলগুলো হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন।

এর আগে জোটের সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স  পার্টির সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম এবং বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।