বিশেষ লক্ষ্য সাধনে ভাস্কর্য বিতর্ক: মেনন

রাশেদ খান মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বিশেষ লক্ষ্য সাধনে ভাস্কর্য বিতর্ক তৈরি করা হয়েছে। মামুনুল হক গতকালও বক্তৃতায় বলেছেন ভাস্কর্য হতে দেবেন না। আমরা দেখেছি, যখনই তাদের রাজনৈতিক ইস্যু সামনে আনতে হয়, তখনই অগণতান্ত্রিক শক্তিরা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। এবারও তারা ধর্ম বিতর্ক তৈরি করেছে।’
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ‘ভাস্কর্য বিতর্কসহ সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টির ভার্চুয়াল সংবাদ সম্মেলন’-এ এসব কথা বলেন মহাজোটের শরিক এই সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।