বিনামূল্যে ভ্যাকসিনের দাবিতে বামজোটের বিক্ষোভ ২৫ জানুয়ারি

‘করোনা ভ্যাক্সিন নিয়ে কোনও বাণিজ্য নয়, বিনামূল্যে সকলকে ভ্যাক্সিন দিতে হবে’ দাবিতে আগামী ২৫ জানুয়ারি সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।

রবিবার (১৭ জানুয়ারি) পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জোট সমন্বয়ক ও সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন লিখিত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, পরিচালনা করেন ইউসিএলবি’র নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘করোনাকালে গত বছরের জুলাই মাসে আওয়ামী সরকার পঞ্চাশ হাজার শ্রমিক ও লাখ লাখ পাটচাষির জীবন জীবিকার কথা বিবেচনায় না নিয়ে রাষ্ট্রায়ত্ত পঁচিশটি পাটকল বন্ধ করে দিয়েছে। করোনাকালেই আখচাষি ও চিনিকল শ্রমিকদের অনিশ্চয়তায় ঠেলে দিয়ে সরকার রাষ্ট্রায়ত্ত পনেরটি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকল বন্ধ করে দিয়েছে।’

সংবাদ সম্মেলনে অবিলম্বে বন্ধ চিনিকল খুলে দেওয়ার দাবি জানান জোটের নেতারা।