এলপিজি গ্যাসের দাম বাড়ানোয় রাজধানীতে প্রতিবাদ

করোনাকালে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্যে। রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।

মূল্য বৃদ্ধির নামে জনগণের পকেট কাটা হচ্ছে অভিযোগ করে সংগঠনটির নেতারা বলেন, সরকারি এলপিজি কোম্পানি বর্তমানে প্রতি সিলিন্ডারের মূল্য নিচ্ছে ৬০০ টাকা আর বেসরকারিগুলো ইচ্ছেমতো মূল্য নিচ্ছে। কিন্তু এই দাম বাড়াতে প্রস্তাব করেছে সরকারি এলপিজি কোম্পানি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

করোনাকালে জনগণের দুরাবস্থার মধ্যে যদি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয় তাহলে দুর্ভোগ আরও বাড়বে বলে মন্তব্য করেন তারা।

সংগঠনটির সমন্বয়ক সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ বক্তব্য দেন।