‘দুর্নীতি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে’

মাদক, চাঁদাবাজি যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান। তিনি বলেন, ‘সংবিধানে বলা হয়েছে, দেশের মালিক জনগণ। আজ দেশের মালিক অসহায়। দুর্নীতি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। সাধারণ মানুষ পুলিশের হেনস্তার শিকার হচ্ছে।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মোকাব্বির খান এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন।

মোকাব্বির খান বলেন, ‘পৌরসভা নির্বাচনে কুষ্টিয়ায় একজন ম্যাজিস্ট্রেটকে হেনস্তা করেছেন এসপি।’ একজন ম্যাজিস্ট্রেট যেখানে পুলিশের নির্যাতন থেকে রক্ষা পাচ্ছেন না, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ভয়ে মানুষ কথা বলতে চায় না। চুরি, ডাকাতি, মাদকের অনেক মামলায় সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে।’

গণফোরামের এই সংসদ সদস্য বলেন, ‘সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠছে। অসৎ কর্মকর্তা, কর্মচারীর কাছ থেকে উপঢৌকন ছাড়া, ঘুষ ছাড়া কোনও কাজ করানো যায় না। ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে।’

করোনাভাইরাসের টিকা আনায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান মোকাব্বির। সেই সঙ্গে তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগের দুর্নীতি কঠোর হাতে দমন করার এখনই সময়। ভারত টিকা কিনছে ২ ডলার করে। বাংলাদেশকে চড়া দামে কিনতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রীর উচিত এ বিষয়ে সংসদে ব্যাখ্যা দেওয়া।’