মোদির বিরোধিতার নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে হেফাজত: সিপিবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতার নামে হেফাজতে ইসলাম অশুভ উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নেমেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২৭ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এ অভিযোগ করেন।

বিবৃতিতে তারা বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদিকে অতিথি করায় সরকারের সমালোচনা করেন। সিপিবির এই শীর্ষ দুই নেতা অভিযোগ করেন, তার আগমনে দেশে যে রক্তাক্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছে, তার জন্য সরকারই দায়ী।

তারা আরও বলেন, সরকার কর্তৃক লালিত ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তি হেফাজতে ইসলাম মোদির বিরোধিতার নামে অশুভ উদ্দেশ্যে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নেমেছে। কিন্তু সরকার এটাকে মোকাবিলা করার জন্য দমন-পীড়নের যে পথ বেছে নিয়েছে, তা সঠিক বলে কমিউনিস্ট পার্টি মনে করে না। তাদেরকে সঙ্গে নিয়ে ক্ষমতার খেলা দেশ ও জাতির জন্য যে সর্বনাশা পথ, তা আজ পরিষ্কার। সাম্প্রদায়িক-মৌলবাদী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক ও আদর্শিক লড়াই-ই হলো সঠিক পথ।