রিজার্ভের টাকা মানুষের দুর্যোগে কাজে লাগানোর আহ্বান

করোনাভাইরাসের কারণে দুর্যোগে পড়া মানুষের কষ্ট লাঘবে রিজার্ভের অর্থ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন দেশের কয়েকজন সিনিয়র নাগরিক ও রাজনৈতিক দলের নেতা। তারা বলেছেন, ‘করোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত “পুরো দেশের জন্য ১০.৫ কোটি বরাদ্দ” একটি কৌতুক। আড়াই কোটি পরিবারের জন্য প্রতি পরিবারে ৪ টাকা মাত্র। অথচ সরকারের রিজার্ভে এখন আছে ৪২ বিলিয়ন ইউএস ডলার। এই রিজার্ভের টাকা মানুষের দুর্যোগে কাজে লাগাতে হবে।’

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে গণস্বাস্থ্যের প্রধান ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে শহীদ মিনারে নাগরিকদের এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তারা এই আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, বিশিষ্ট নাগরিক দিলারা চৌধুরী, বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম, অধ্যাপক রেহনুমা আহমেদ, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, রাষ্ট্রচিন্তার সংগঠক রাখাল রাহা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা গোলাম মওলা চৌধুরী, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, ব্যারিস্টার সাদিয়া আরমান, মানবাধিকার কর্মী রুবী আমাতুল্লাহ প্রমুখ।

বক্তব্য দিচ্ছেন জোনায়েদ সাকিঅবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘সরকার দুইভাবে প্রতারণা করছে, লকডাউন ঘোষণা করেছে কিন্তু দরিদ্র মানুষের খাদ্যের কোনও ব্যবস্থা করেনি। অন্যদিকে করোনা নিয়ন্ত্রণের কোনও কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়নি।’

আগামী সাত দিনের মধ্যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের আহ্বান জানান নাগরিকেরা। তারা মনে করেন, এটা বরাদ্দ কোনও কঠিন বিষয় নয়।