চট্টগ্রামে জেলায় উদীচীর কোনও কমিটি নেই

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জানিয়েছে, সংগঠনটির চট্টগ্রাম জেলায় কোনও কমিটি নেই। একইসঙ্গে ক্রমাগত অসাংগঠনিক আচরণের দায়ে কয়েকজন সদস্যের সাধারণ সদস্যপদ বাতিল করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উদীচীর প্রচার, তথ্য ও প্রযুক্তি বিভাগ সম্পাদক আরিফ নূর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

উদীচী জানিয়েছে, দেশে ও বিদেশে সংগঠনের সাড়ে তিন শতাধিক শাখা রয়েছে। এর সদস্যরা সংগঠনের রীতি, পদ্ধতি ও শৃঙ্খলা মেনে চলেন এবং সাংগঠনিক ঐক্য সমুন্নত রাখেন। ২০১৯ সালের জাতীয় সম্মেলনে উদীচী চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির পর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উদীচীর কার্যক্রম পুনরায় সচল করার চেষ্টা হয়েছে। এজন্য চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির বিষয়টি সংগঠনের বাইরে প্রকাশ করা হয়নি। কিন্তু কিছু ব্যক্তি ক্রমাগত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে চলেছেন যা উদীচীর গঠনতন্ত্রকে অবজ্ঞা ও অসম্মান করার শামিল।’

‘উদীচীসহ দেশের সংস্কৃতিকর্মীদের মধ্যে এ সঙ্কট নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় সংসদ অনন্যোপায় হয়ে উদীচী চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির বিষয়টি সবাইকে জানাচ্ছে’ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অতি দ্রুত চট্টগ্রামে আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে জেলায় উদীচীর সাংগঠনিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরানো হবে’ বলে জানানো হয় উদীচীর বিজ্ঞপ্তিতে।

উদীচী জানায়, নতুন আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত চট্টগ্রামে উদীচীর কার্যক্রম কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে । চট্টগ্রাম জেলা সংসদের অধীনে যেসকল শাখা সংগঠন আছে তারা তাদের নিয়মিত কর্মকাণ্ড চালিয়ে যাবে। আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত শাখা সংগঠনগুলো সরাসরি কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।