শ্রমিকদের ন্যায্যতার প্রশ্নে ঐকমত্য সৃষ্টি হয়নি: আউয়াল

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল ও মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খান বলেছেন, মহান মে দিবস সারা পৃথিবীর শ্রমিকদের ন্যায্যতার প্রতীক। সংগ্রামের প্রতীক। ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় এ দিনটি। যদিও সারা পৃথিবীতেই শ্রমিকদের ন্যায্যতার প্রশ্নে কোনও ঐক্যমত সৃষ্টি হয়নি। উপরন্তু, শ্রমিকরাই হয়েছে প্রাতিষ্ঠানিক প্রতারণার শিকার, অবহেলার শিকার।

শনিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও মহাসচিব এসব কথা বলেন।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের ও দেশের বাইরের সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান এম এ আউয়াল ও অ্যাডভোকেট নুরুল ইসলাম খান।

এ প্রসঙ্গে বিবৃতিতে নেতারা আরও বলেন, এই অবহেলা আর প্রতারণার ধারাবাহিক নির্যাতন আমাদের দেশেও বিদ্যমান। ‘শ্রমিকের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়ার’ যে মহান আদর্শ ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সা. প্রদর্শন করেছেন, তা প্রকৃত অর্থে প্রতপালিত হলে শ্রমিকের ন্যায্যতা নিয়ে লড়াই করতে হতো না, সংগ্রামও করতে হতো না। কিন্তু বাস্তবতার চিত্র অভাবিত। এই সেদিনও চট্টগ্রামের বাঁশখালীতে কেবলমাত্র বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের গুলি করে অন্তত সাত জনকে হত্যা করা হয়েছে। কেন এই হত্যা, কোথায়ইবা শ্রমিক হত্যার বিচার?

ইসলামী গণতান্ত্রিক পার্টির দুই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশে ক্রমাগত শ্রমিক অধিকার হরণ হচ্ছে। শ্রমিকের অধিকারের প্রশ্নে সব দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকের প্রতি শোষণ-বঞ্চনা বন্ধ করতে হবে।

বিৃবতিতে ইসলামী গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীদের পক্ষ থেকে সারা পৃথিবীতে কর্মের জন্য জীবন দেওয়া শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।