সরকারি প্রণোদনায় শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি

সরকার ৫০ লাখ মানুষকে প্রণোদনা আওতায় আনার ঘোষণা দিয়েছে। সে তালিকায় দেশের শ্রমিক শ্রেণির মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনাসহ সব ধরনের সহযোগিতার করার দাবি জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন। শনিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে রাজধানীর পল্টন মোড়ে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে। এসময় সংগঠনের নেতারা সরকারের কাছে এ দাবি জানায়।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা ছিদ্দিকুর রহমান বলেন, মহামারি করোনায় বিপর্যস্ত জনগণের পাশে সরকারসহ দেশের বিত্তবানদের দাঁড়াতে হবে। করোনার ফলে শ্রমিক শ্রেণির মানুষই সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজকর্ম সচল না থাকায় এ শ্রেণির মানুষ বিপর্যস্ত জীবন যাপন করছে। সরকারের প্রণোদনায় শ্রমিক শ্রেণির মানুষকে বেশি অগ্রাধিকার দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির, মুফতি মোস্তফা কামাল, এইচ এম রফিকুল ইসলাম প্রমুখ।