বাজেটে অবসরভাতা বরাদ্দের প্রস্তাব এলডিপির

আসন্ন বাজেটে রাষ্ট্রকে মানবিক এবং  কল্যাণমূলক রাষ্ট্রের দিকে পথযাত্রায় দেশের প্রবীণ নাগরিকদের জন্য অবসরভাতা চালু করার লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র একাংশ। দলটির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম মঙ্গলবার (২৫ মে) এক বিবৃতিতে এই প্রস্তাব করেন।

বিবৃতিতে তারা বলেন, দেশে যে ১৫-১৮ লাখ মানুষ প্রত্যক্ষভাবে আয়কর দিয়ে থাকেন, সেই আয়কর দেওয়ার পেছনে তাদের ব্যক্তিগত বা সামাজিক প্রণোদনা কী। এই প্রশ্নটি আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামাজিক নিরাপত্তার জন্য কর ব্যবস্থার সঙ্গে সঙ্গে সিনিয়র সিটিজেনদের জন্য আজীবন পেনশন বা বিশেষ প্রণোদনা্র বিষয়টি বিবেচনায় নিতে পারে সরকার। কারণ, সরকারি চাকরির বাইরে যারা অন্য কোনও জীবিকায় নিয়োজিত এবং নিয়মিত আয়কর দিয়ে থাকেন, ৬০-৬৫ বছরের পর জীবনের বাকি দিনগুলোর জন্য রাষ্ট্রের ওপরে ভরসা করতে পারেন।

বিবৃতিতে তারা বলেন, শুধু সরকারি কর্মচারীদের পেনশন দেওয়া হয় এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় প্রায় ৩০ লাখ দরিদ্র বয়স্ক পুরুষ-নারীকে ৫০০ টাকা হারে আমৃত্যু বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে।  আমাদের দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন সবই সাধারণ করদাতার অর্থে সংস্থান করা হয়। তাই ব্যাপক সংস্কারের মাধ্যমে দেশের সরকারি-বেসরকারি সব কর্মজীবীরই পেনশনের অধিকার বাস্তবায়নের প্রক্রিয়া এখনই শুরু করা প্রয়োজন এবং প্রয়োজন সার্বিক পেনশন ব্যবস্থা সুষমকরণ। অনেক বেসরকারি চাকরিজীবী বা স্বনিয়োজিত কিংবা উদ্যোক্তা রয়েছেন— যিনি ৩০-৩৫ বছর কর দিয়েছেন। কিন্তু বৃদ্ধ বয়সে তার নিজের চিকিৎসাসহ দৈনন্দিন জীবনযাপন অনিশ্চিত হয়ে পড়েছে। এ ক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করলে বর্তমানে প্রদত্ত কর ব্যবস্থার সঙ্গে তাদের পেনশনের ব্যবস্থার সংযোগ স্থাপন করে এ অনিশ্চয়তার অবসান ঘটানো সম্ভব।