রিজভীর পাশে মান্না

বিএনপির অসুস্থ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে তার বাসায় গেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১২টার দিকে রিজভীর শ্যামলীর বাসায় যান মান্না। এ সময় তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন ও রিজভীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

রিজভীর ঘনিষ্ঠ তুষার জানান, বিএনপি নেতা রিজভীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মাহমুদুর রহমান মান্না। এ সময় দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২২ মে রিজভীকে দেখতে তার বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, গত দুই সপ্তাহ ধরে বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা বাসায় গিয়ে রিজভীর খোঁজ খবর নিয়েছেন।

প্রায় দুই মাস হাসপাতালে থাকার পর গত ৯ মে  রিলিজ পান রিজভী। গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন তিনি। ১৭ মার্চ তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।  গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।