দেশে ধনী ও গরিবের ডিজিটাল বৈষম্য রয়েছে: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, করোনাকালে আমরা দেখেছি, গ্রাম ও শহরে, ধনী ও গরিবের মধ্যে ডিজিটাল বৈষম্য আছে। ফলে সব ছেলেমেয়েকে সমানভাবে শিক্ষার ব্যবস্থা করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আসন্ন বাজেটে শিক্ষাসহ এসব খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।’

রবিবার (৩০ মে) বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘করোনা অভিঘাতে বর্তমান শিক্ষা সংকট এবং উত্তরণের উপায় ও আমাদের করণীয়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় হাসানুল হক এসব কথা বলেন। 

ইনু বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থায় কমতি-ঘাটতি রয়েছে। দেশে অনেক ধরনের শিক্ষা আছে। ইংরেজি, বাংলা, মাদ্রাসা, কিন্ডার গার্টেনের বিভিন্ন ধরনের শিক্ষা বিভিন্ন মানুষ তৈরি করে। শিক্ষার একটা মান থাকতে হবে। প্রাথমিক অথবা মাধ্যমিক পর্যায়ে একই ধরনের শিক্ষা থাকতে হবে। মানবসম্পদ গড়তে সর্বজনীন শিক্ষার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমরা এখন তৃতীয় বা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে রয়েছি। উন্নত দেশ গড়তে সবার জন্য ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে হবে।’

সভায় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি অভিযোগ করেন, সরকার ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার যে বিকল্প ব্যবস্থা করেছে, তা সফল হয়নি। এ অবস্থা থেকে বের হয়ে আসার উপায় খুঁজতে হবে।’

আহসান হাবীব শামীমের সভাপতিত্বে ও রাশিদুল হক ননীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় আরও বক্তব্য রাখেন, ড. মো. খোরশেদ আলম, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু, শরিফুল কবির স্বপন, সাজ্জাদ হোসেন প্রমুখ।