তিন মাসের মধ্যে টিকা নিশ্চিতের আহ্বান ওয়ার্কার্স পার্টির

করোনা প্রতিরোধে অবিলম্বে জনগণের সকল অংশকে আগামী তিন মাসের মধ্যে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি জানিয়েছে, বাংলাদেশ প্রথমেই টিকা এনে গণটিকা কার্যক্রম শুরু করতে পারলেও এখন টিকা আনা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি মহল থেকে এ বিষয়ে বিভিন্ন সময়ে নানা আশাবাদ ব্যক্ত করা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না।

শুক্রবার (১১ জুন) দলের কেন্দ্রীয় কমিটির সভায় এই আহ্বান তুলে ধরা হয়।  ভার্চুয়াল (জুম) মাধ্যমে রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করোনা অতিমারি  মোকাবিলায় জীবন ও জীবিকা রক্ষায় জনগণের পাশে দাঁড়াতে ১৮ দফা নির্দেশনা কর্মসূচি উপস্থাপন করেন।

এতে বলা হয়, টিকা সংগ্রহে মাত্র একটি উৎসের ওপরে নির্ভরতা, একক ব্যক্তি স্বার্থ রক্ষায় অন্য উৎস  থেকে টিকা আনায় বাধাদান এবং টিকা নিয়ে রাজনীতি ও কূটনীতি সরকারের প্রাথমিক সাফল্যকে কেবল ম্লান করেই দেয়নি, জনগণের জীবন ও জীবিকাকেও ঝুঁকিতে ফেলেছে।

সভায় বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশ থাকার পরও এখনও অর্ধেকের বেশি জেলায় ‘আইসিউ’র কোনও ব্যবস্থা নেই। করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে।

অতিমারির প্রভাবে বিধ্বস্ত দরিদ্র ও শ্রমজীবীদের জন্য খাদ্য সহাতা প্রদান, ভ্যাকসিন প্রাপ্তি সহজিকরণ, আগামী ছয় মাস পাঁচ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান ও সামাজিক সুরক্ষার আওতায় সর্বজনীন পেনশন চালুর দাবি জানানো হয়।