গণতান্ত্রিক-প্রগতিশীল শক্তির আন্দোলনে ঐক্য দরকার: সাইফুল হক

গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির বৃহত্তর আন্দোলনের জন্য ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘গণ আন্দোলন-গণজাগরণের পথে বিদ্যমান দুঃশাসনকে বিদায় দিতে না পারলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে না।’

শুক্রবার (১৮ জুন) বিকালে সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘বিদ্যমান সংকট ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় সাইফুল হক এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ এক গভীর অন্ধকারাচ্ছন্ন বন্ধ্যা সময় পার করছে।’

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘এই সরকার এক ভয়ংকর ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা হত্যা, গুম, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। জনগণের ঐক্যবদ্ধ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে রুখতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে।’

বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, ‘এই সরকারের শাসন-শোষণে শ্রমজীবী মেহনতি মানুষসহ দেশের জনগণ আজ নিপীড়িত-নিষ্পেষিত। এই মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিদ্যমান দুঃশাসন বিদায় দেওয়া যাবে না, জনগণের অধিকারও কায়েম করা যাবে না।’

ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক আবদুস সাত্তার ফ্যাসিবাদী শাসন মোকাবিলায় শ্রেণি ও গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

সোনার বাংলা পার্টির সভাপতি আবদুর নূর অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় জনগণের সংগ্রামী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।