লকডাউন শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বামজোটের

লকডাউন শিথিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সরকারকে তা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। বামজোট মনে করে, দেশে যখন করোনায় সংক্রমণ ও মৃত্যু সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে তখন সরকারের নিজের গঠিত করোনা মোকাবেলায় জাতীয় পরামর্শক কমিটির মতামত না নিয়ে লকডাউন প্রত্যাহারের ঘোষণা চরম স্বেচ্ছাচারী পদক্ষেপ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বামজোট এসব অবস্থান ব্যক্ত করে। বিবৃতিতে জোটের শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়।

রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘সরকারের অপরিকল্পিত ও অদূরদর্শী সিদ্ধান্তে করোনা সংক্রমণ গ্রাম-শহরে সর্বত্র ছড়িয়ে পড়বে; জেলা-উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপ্রতুলতা মৃত্যুর মিছিল বাড়াবে।

কঠোর লকডাউনেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তখন লকডাউন তুলে নেয়া চরম আত্মঘাতী এক সিদ্ধান্ত বলে বাম জোট মনে করে।