করোনা সেল করেছে এলডিপি

করোনা আক্রান্তদের সহায়তায় ‘করোনা সহায়তা সেল’ কার্যক্রম চালু করেছে এলডিপি (একাংশ)। বৃহস্পতিবার (১৫ জুলাই) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে করোনা সেল উদ্বোধন করা হয়েছে। এদিন বিকালে দলের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

২০ দলীয় জোটের শরিক এলডিপির নেতা শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে করোনা সহায়তার অংশ হিসেবে এলডিপি করোনা সেল চালু করেছে। যত দিন করোনা থাকবে এই সেল সক্রিয় থাকবে।’

সেলিম জানান, অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স, হ্যান্ড সিনিটাইজার, মাস্ক দেওয়া হয়েছে করোনা সেলে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম অভিযোগ করেন, টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলন স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম, জুয়েল চৌধুরী, নুরুল ইসলাম মিন্টু, রেজাউল করিম দিহদার প্রমুখ।