ঈদযাত্রা নিয়ে সরকারের পরিকল্পনা নেই: এলডিপি

ঈদযাত্রা নিয়ে সরকারের পরিকল্পনা নেই বলে অভিযোগ করেছে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (একাংশ)। দলটি মনে করে, রাস্তাঘাটে চাঁদাবাজি, পশুর গাড়ি বিশৃঙ্খল চলাচলের কারণে যানজট তৈরি করলেও তা উত্তরণে সরকারের কোনও ব্যবস্থা নেই।

শনিবার (১৭ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন।

বিবৃতিতে দুই শীর্ষনেতা বলেন, ‘দেশে রাস্তা ও গণপরিবহন সংকটের কারণে ঈদুল আজহার পরের দিন ২২ জুলাই মাত্র একদিন গ্রামের বাড়ি থেকে রাজধানীতে বা কর্মস্থলে পৌঁছানো সম্ভব নয়। ফলে জনমানুষের স্রোতে সরকারের সকল পরিকল্পনা ব্যর্থ হচ্ছে।’

তারা আরও বলেন, ‘একদিকে ঘরমুখো মানুষবাহী অগুণতি যানবাহন অন্যদিকে মহাসড়কের পাশে পশুবাহী ট্রাকের আধিক্যে যানজট অসহনীয় হয়ে উঠেছে। এলোমেলো গাড়ি চলাচল, খালি জায়গা পেলেই লাইন ভেঙে এলোপাথাড়ি ঢুকে যাওয়ার প্রবণতা ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেছে।’

‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দলের অঙ্গসংগঠন এবং পরিবহন শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজি চলছে প্রতিটি মহাসড়কের একাধিক স্থানে’ দাবি করা হয় বিবৃতিতে।

এলডিপিনেতারা আশা প্রকাশ করেন, দেশবাসী আশা করছে ঘরমুখো মানুষের স্বস্তিতে ঘরে ফেরা নিশ্চিত করতে মহাসড়কগুলোতে সুষ্ঠু চলাচল নিশ্চিত করা হবে।