শ্রমিকদের ভ্যাকসিন দিয়ে কারখানা খোলার আহ্বান খালেকুজ্জামানের

যাতায়াত, ভ্যাকসিনসহ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে লকডাউনে রফতানিমুখী কারখানা খোলার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তিনি মনে করেন, এতে করে মালিকের মুনাফার লালসার বলি হবে শ্রমিক।

শনিবার (৩১ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে খালেকুজ্জামান এসব কথা বলেন। বিবৃতিতে তিনি অবিলম্বে শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানান।

করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি সত্ত্বেও কঠোর লকডাউনে রফতানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে চরম অবিবেচনাপ্রসূত ও অমানবিক আখ্যায়িত করেছেন খালেকুজ্জামান।