ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিলো ওয়ার্কার্স পার্টি

২০২০ সালে দলের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার (১২ আগস্ট) ইসিতে এই হিসাব দাখিল করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২০২০ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত পঞ্জিকা বর্ষের আয় ও ব্যয়ের হিসাব রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান ‘পিনাকী অ্যান্ড কোম্পানি’ দিয়ে অডিটকৃত রিপোর্ট নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে।’