আওয়ামী লীগের সঙ্গেও আমার বন্ধুত্ব ছিল: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকারকে আমরা চাই না। একটি কল্যাণমূলক রাষ্ট্র চাই। এজন্য লড়াইয়ের জন্য নিজেদের সংগঠিত করতে হবে। একসময় আমারও আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব ছিল। কিন্তু এই দলের সঙ্গে বন্ধুত্ব ছিল, এখন আর এই পরিচয় দিতে ইচ্ছে করে না।

রবিবার (২৯ আগস্ট) গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, মেট্রোরেল নিয়ে যে উদ্দীপনা সে রকম যদি মেট্রোরেলের মতো ভর্তি করে দেশে টিকা আসতো তাহলে ভালো হতো। দেশের মানুষ টিকা পেতো, সংকট কাটতো। টিকা নিয়ে সরকার মিথ্যাচার করছে। 

তিনি বলেন, বাংলাদেশ উল্টোরথে চলছে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা সোনার বাংলার কথা শুধু মুখে বলেছেন, সোনার বাংলা গড়তে চাননি। করোনার কারণে গত এক বছরে ২ কোটি মানুষ দরিদ্র হয়েছে। টাকা পাচার হলে পাচারকারীদের ধরার কোনও ব্যবস্থা নেওয়া হয় না।