আমাদের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই: হেফাজতের মহাসচিব

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম বলেছেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের কোনও রাজনৈতিক এজেন্ডা নেই। রাজনৈতিক উচ্চাভিলাষও নেই। আমরা কেবল দ্বীনি সংগঠন হিসেবে কাজ করে যেতে চাই। শাহ আহমদ শফী’র পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের ঈমানি দাবি আদায়ের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

শুক্রবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের ও তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের তিন শীর্ষ মুরুব্বি শাইখুল ইসলাম মাওলানা শাহ আহমাদ শফী, শায়খুল হাদীস মাওলানা জুনাইদ বাবুনগরী ও মুফতিয়ে আজম আব্দুস সালাম চাটগামীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম বলেন, সরকার আমাদের অনুরোধে অনেক আলেম-ওলামাকে মুক্তি দিয়েছে। এজন্য আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা অনুরোধ করবো, যারা এখনও জেলে আছেন, তাদেরও মুক্তি দেওয়া হোক।

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া, হেফাজত ইসলামের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দিন নানুপুরি সহ সংগঠনটির অনেক নেতারা।