ব্যবসায়ী সিন্ডিকেটে সরকারের লোকজন আছে: মান্না

দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে। ওরা দাম বাড়িয়ে দেয়। সরকার যদি থাকতো সিন্ডিকেটের কান ধরে বলতো, বেটা দাম কমা। কিন্তু সিন্ডিকেটের মধ্যেই সরকারের লোকজন আছে।’

শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নাগরিক ঐক্য আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের সৈন্য দেখলে ভয় করে। মিয়ানমারের বিমান বাংলাদেশে ঘুরে বেড়ায়, বাংলাদেশ কিছুই করতে পারে না। ওরা আমাদের সমুদ্র দখল করেছে, ওদের মানুষকে আমাদের দেশে পাঠিয়েছে। আপনি (প্রধানমন্ত্রী) কোনও কথাই বলেন না।’

এ সময় তিনি আওয়ামী লীগ থেকে নাগরিক ঐক্য আসা এসএম আকরাম সম্পর্কে বলেন, ‘বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে এমন অনেকে আছে যারা মানুষের দুঃখ দেখে মনে মনে হাসে, মানুষের লাশ দেখার পরও মনে করে আমার গদি ঠিক থাকলেই হয়। তবে কিছু মানুষ আছে যারা মানুষের ভালো চায়, মানুষের ভালো করার জন্য অনেক লোভ-লালসা ত্যাগ করে। এস এম আকরাম এ রকমই একজন মানুষ।’

মান্না আরও বলেন, ‘২০১৪ সালে প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। সেই সরকার নির্বাচনে এমন এক সংশোধনী এনেছে যেন আগামীতে আর কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা না বলতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেই সে রাষ্ট্রবিরোধী হয়ে যাবে, সরকারবিরোধী হয়ে যাবে। তাকে জেলে নিয়ে গিয়ে অত্যাচার করা হবে। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। শেখ হাসিনার সরকারের অধীনে কোনও দল যেন নির্বাচনে না যায়, সে বিষয়ে সবাইকে একমত হতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন মাহমুদুর রহমান মান্না এবং সঞ্চালনা করেন নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক এসএম কবীর হোসেন।