‘২০ দলীয় জোটকে বসিয়ে রাখলে বিকল্প পথে সক্রিয় হবে এলডিপি’

২০ দলীয় জোটের শরিক এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ জোটের প্রধান দল বিএনপির উদ্দেশে বলেছেন, আপনারা একলা চলো নীতি অবলম্বন করছেন। আপনারা মনে রাখবেন— ২০ দলীয় জোটকে বসিয়ে রাখলে বিকল্প পন্থায় আমরাও কার্যক্রমে লিপ্ত হবো। আমরাও কিন্তু বসে থাকবো না। আমরাও রাজনীতি করি। আমরাও দিন-দুনিয়ার খবর রাখি। দেশ-বিদেশের রাজনীতি নিয়ে আমাদের ধারণা আছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এলডিপির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি অলি আহমদ।

রেদোয়ান আহমেদ বলেন, ‘আপনারা অলি আহমদের সঙ্গে পরামর্শ করুন। তিনি দেশের বয়স্ক রাজনীতিক। তার কাছে তথ্য আছে।’ 

২০ দলীয় জোটের প্রসঙ্গে রেদোয়ান বলেন, ‘এই জোটের যে আন্দোলন করার কথা ছিল, বিএনপির যে উদ্যোগ নেওয়ার কথা, তারা কিন্তু তা নেয়নি। এখনও সরকারের পতনের জন্য তারা ব্যাপক আন্দোলনে যাচ্ছে না।’

বক্তব্যে রেদোয়ান আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও এরপরের কার্যক্রম নিয়ে বিএনপির সমালোচনা করেন।