এই উন্নয়নের কোনও মানে নেই: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সরকার মালিকদের সমর্থন দিয়ে বাস ভাড়া বাড়িয়ে দিয়েছে। তারা মেট্রোরেল বানাচ্ছে, অথচ মানুষের পেটে ক্ষুধা। এই উন্নয়নের কোনও মানে নেই।’

শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তেল, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্যের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘এই সরকার একটা গণদুশমন সরকার, এদের যেতে হবে। মন্ত্রী এক কথা বলেন, সচিব আরেক কথা বলেন।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকাল নির্বাচনি সহিংসতায় ৮ জন মানুষ মারা গেছে। মানুষের কথা ন্যূনতম ভাবে না এরা। বিরোধী কোনও পার্টি নেই। নিজেরা নিজেরাই মারামারি করছে।’

প্রতিদিন সীমান্তে হত্যা হয় দাবি করে মান্না বলেন, ‘সীমান্তে যে বাহিনীগুলো আছে তারা কী করে? ১৩ লাখ রোহিঙ্গা ফেরত দেওয়ার কোনও প্রক্রিয়া নেই। লন্ডন, প্যারিস, জার্মানি, ইতালি কোথাও গিয়ে রোহিঙ্গা বিষয়ে কথা বলেননি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার, ড. জাহিদুর রহমান, মোফাখখার ইসলাম নবাব, নাগরিক ছাত্র ঐক্যের সাবেক সভাপতি সাকিব আনোয়ার প্রমুখ।