রেজা কিবরিয়া ও নুরুলদের ওপর হামলা অশনি সংকেত: কামাল হোসেন

টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবরে শ্রদ্ধা জানাতে গেলে গণঅধিকার পরিষদ নেতাদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতাদের ওপর অতর্কিত হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত।’

বুধবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. কামাল এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনভাবে চলাফেরা ও সংগঠন করার অধিকার সংবিধান স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার।’

তিনি উল্লেখ করেন, ‘গণঅধিকার পরিষদ নেতা রেজা কিবরিয়া ও ভিপি নুরের সঙ্গে আমাদের নীতিগত পার্থক্য ও ভিন্নমত থাকতে পারে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের ওপর এ ধরনের হামলার জন্য গণফোরাম নিন্দা জানাচ্ছে।’

হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানান কামাল হোসেন।