বিক্ষিপ্ত আন্দোলন হলো স্ফূলিঙ্গ, অচিরেই আগ্নেয়গিরি হবে: মান্না

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে বিক্ষিপ্ত যে আন্দোলন হচ্ছে তা স্ফূলিঙ্গ। আর এই স্ফূলিঙ্গ অচিরেই আগ্নেয়গিরি হয়ে উঠবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

শুক্রবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে সোনার বাংলা পার্টির ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যে ব্যবস্থা ও যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই উল্লেখ করে মান্না বলেন, তিনি এখন তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন। ডাক্তার বলেছেন, কয়েকদিন খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার। কিন্তু সরকার দিচ্ছে না। প্রধানমন্ত্রী নিষ্ঠুর রসিকতা করে বলেছেন‑ তার জন্য যতটুকু করার করেছি। কিন্তু এই দেশে কে না জানে, বাংলাদেশে এখন একটা গাছের পাতাও নড়তে পারে না শেখ হাসিনার কথা ছাড়া।

তিনি আরও বলেন, এদেশে গত দেড় বছরে করোনার সময়ে প্রায় তিন কোটি ৪০ লাখ লোক দারিদ্রসীমার নিচে নেমেছে। পরিকল্পনামন্ত্রী বলেন‑ আমরা এত উন্নতি করি সেটা চোখে পড়ে না আপনাদের। আবার তিনিই বলেন, এই উন্নতির ফলাফল দশ শতাংশ লোক ভোগ করেছে, বাকি ৯০ শতাংশ মানুষের কাছে যায়নি। কোনও কোনও মন্ত্রী বলেন, আমরা উন্নয়নের রোল মডেল।

মান্না বলেন, দেশে যে বিক্ষিপ্ত আন্দোলন হচ্ছে তা স্ফুলিঙ্গ। আর এই স্ফুলিঙ্গ অচিরেই আগ্নেয়গিরি হয়ে উঠবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনার বাংলা পার্টির উপদেষ্টা আবুল কাশেম ফজলুল হক ও সভাপতি শাহ আব্দুর নুর।