রাজারবাগ দরবার শরীফের মূল্যায়ন চেয়েছে ওলামা পীর মাশায়েখ মহাজোট

প্রধানমন্ত্রীর কাছে যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ওলামা পীর মাশায়েখ মহাজোটসহ সমমনা ১৩টি সংগঠন। শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনগুলোর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে রাজারবাগ শরীফ নেতারা এ দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিদের কাজের পদ্ধতি ও চিন্তাভাবনার সঙ্গে রাজারবাগ শরীফের কাজের পদ্ধতিতে অনেক পার্থক্য। তাদের দাবি, রাজারবাগ দরবার শরীফ রাষ্ট্রের আইন মেনে, জনমত তৈরি করে পরিশুদ্ধকরণের মধ্য দিয়ে ইসলামি আদর্শ প্রতিষ্ঠা করতে চায়।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের পর কিছু ধর্মবিদ্বেষীর ওপর হামলা ও হত্যাযজ্ঞ চালায় উগ্রবাদী ও জঙ্গিগোষ্ঠীগুলো। কিন্তু রাজারবাগ দরবার শরীফ হামলা-হত্যায় না গিয়ে ধর্মবিদ্বেষীদের বিরুদ্ধে রিট-মামলা দায়ের করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ দরবারের পীর আল্লামা শোয়াইব আহমদ। অন্যান্যের মধ্যে ছিলেন, মুহম্মদ মহিউদ্দিন সালেহী, মুহম্মদ আবদুস সালাম, ফকির মোসলেহউদ্দিন, মাও. আ: সালাম, হাফেজ মাও. আ. জলীল, ওলামা মাশায়েখ-এর যুগ্ম সম্পাদক মুফতি আল আমীন প্রমুখ।