‘২০ দলীয় জোটের সংস্কার দরকার’

২০ দলীয় জোটকে সংস্কার করা দরকার বলে মন্তব্য করেছেন এলডিপির (একাংশের) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘২০ দলীয় জোট গঠন হওয়ার পর ১০ বছরের মধ্যে যারা এখনও পর্যন্ত একটা মানববন্ধন করতে পারেনি, মিছিল করতে পারেনি, সভা করতে পারেনি, তাদের ২০ দলে রেখে বিএনপির সিনিয়র নেতাদের অপমান করার কী দরকার আছে।’

রবিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়া মানে গণ-আত্মহত্যা করা হবে। নির্বাচনের এক বছর আগে থেকেই বলেছি, শেখা হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়া মানে গণ-আত্মহত্যা করা। একাদশ নির্বাচনে গিয়ে আমরা গণ-আত্মহত্যা করেছি।’

তিনি বলেন, ‘এখন তারা (আওয়ামী লীগ) ২০২৩ সালের নির্বাচনের প্ল্যান করছে। তাদের প্ল্যান হচ্ছে— কিছু দলকে নির্বাচনে নেবে, কিছু রাজনৈতিক দলকে নেবে না। কোনও অবস্থায় এ ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না।’

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।