লঞ্চে আগুন কাঠামোগত হত্যাকাণ্ড: গণসংহতি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যুক্ত বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার রাতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুনে প্রায় ৪০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা কোনও দুঘটনা নয়, বরং একটি কাঠামোগত হত্যাকাণ্ড।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণসংহতির দুই নেতা এ কথা বলেন।

নেতাদের দাবি, এ লঞ্চের কর্তৃপক্ষ কোনোভাবেই এতজন মানুষ হত্যার দায় এড়াতে পারে না। একইভাবে সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লুটিএ-ও তাদের দায় এড়াতে পারে না।

প্রসঙ্গত, ঝালকাঠির কাছে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার রাত ৩টার দিকে আগুন ধরে যায়। ইঞ্জিন কক্ষ থেকে এর সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ৪০ জনের লাশ উদ্ধার করেছে ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আহত শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন।