নতুন বছর অন্ধকার দূর করবে: বাংলাদেশ ন্যাপ

দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে ইংরেজ ২০২২ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটির আশা, নতুন বছর অন্ধকার দূর করবে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো  বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া দেশবাসীকে ইংরেজি নববর্ষের জানিয়েছেন।

তারা বলেন, ১ জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তৎপর হতে পারলে, নতুন বছরটি হয়ে উঠতে পারে সাফল্যময়।