X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ এপ্রিল ২০২৪, ১৩:৫৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৩:৫৬

প্রয়াত রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে আজ বুধবার (২৪ এপ্রিল)। প্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের বিভিন্ন দলের নেতারা।

বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর শাহবাগে টেনিস কমপ্লেক্সের অস্থায়ী বেদিতে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধার্পণ করেন তার দল ঐক্য ন্যাপ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন দলের নেতারা।

প্রসঙ্গত, ২০২৩ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে মারা যান পঙ্কজ ভট্টাচার্য।

১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পঙ্কজ ভট্টাচার্য। শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রাম ও ঢাকায়। ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন।

পঙ্কজ ভট্টাচার্য গত শতকের ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ১৯৬৬ সালে ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন।

পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। 

১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের সময় তিনি ছিলেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য। পরে গণফোরাম থেকে বেরিয়ে সম্মিলিত ‘সামাজিক আন্দোলন’ নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। পরে তিনি ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন:

প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য আর নেই

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
আমু, সালমান, দীপু মনিসহ নতুন মামলায় গ্রেফতার ৯ 
ইনু ও মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রলীগ
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
সর্বশেষ খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ জন গ্রেফতার 
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতি চেষ্টার ঘটনায় ৫ জন গ্রেফতার 
পাকিস্তান সংঘাত বাড়াতে চাইলে মোকাবিলায় প্রস্তুত ভারত: অজিত দোভাল
পাকিস্তান সংঘাত বাড়াতে চাইলে মোকাবিলায় প্রস্তুত ভারত: অজিত দোভাল
শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব
শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব
পুলিশের প্রিজনভ্যান থেকে পালানো আসামি ৩০ ঘণ্টার অভিযানে আটক
পুলিশের প্রিজনভ্যান থেকে পালানো আসামি ৩০ ঘণ্টার অভিযানে আটক
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা