‘২০ দলীয় জোটের অনেক শরিক সংলাপে যাওয়ার তদবির করছে’

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনেক শরিক দলের নেতারা বঙ্গভবনে সংলাপের ডাক পেতে তদবির করছে বলে জানিয়েছে জোটেরই শরিক দল এলডিপি (একাংশ)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছেন দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

বিবৃতিতে এলডিপির নেতারা বলেন, আমরা যেহেতু ২০ দলীয় জোটে আছি, বিএনপিসহ জোটের অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু সরকারের তামাশার সংলাপ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে, এর মাঝেও  জোটভুক্ত কিছু দল রাষ্ট্রপতির সংলাপে যাওয়ার আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে। অনেকে আমন্ত্রণের জন্য জোর তদবিরও চালাচ্ছে। এসব দল যদি রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনের আশায় তথাকথিত সংলাপে অংশ নেয়, তবে জোটভুক্ত দল হিসেবে আমরা সেসব দলকে ২০ দলীয় জোট থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ তামাশা ও প্রতারণা বলে বিবৃতিতে দাবি করেন আবদুল করিম আব্বাসী ও  শাহাদাত হোসেন সেলিম।