অনির্বাচিত ব্যক্তিদের কোনও সরকার মেনে নেবো না’

অনির্বাচিত ব্যক্তিদের কোনও সরকার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। শনিবার (৮ জানুয়ারি) ‘নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দলীয় অবস্থান’ জানাতে এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, ‘ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচনী সংস্কৃতিকে ধ্বংস করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব পথ রুদ্ধ করে ফেলেছে।’

‘তবে এই সংকট নিরসনে ১/১১ ফর্মুলায় অনির্বাচিত ব্যক্তিদের নেতৃত্বে কোন সরকার আমরা মেনে নিব না। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সংবিধানের আলোকেই রাজনীতিতে আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে হবে’ বলে যোগ করেন ববি।