সংকট থেকে উত্তরণের পথ অন্তর্বর্তীকালীন সরকার: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ বর্তমান ক্ষমতাসীনদের পতন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। সেই সরকার দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রশাসনিক সংস্কার নিশ্চিত করবে।’

রবিবার (৯ জানুয়ারি) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে মান্না আরও বলেন, ‘দরিদ্রসহ দেশের সকল নাগরিকের কাছে অর্থনৈতিক উন্নয়নের সুফল পৌঁছে দেবে। এভাবে অনুকূল পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে।’

তিনি জানান, নাগরিক ঐক্য মনে করে কেবলমাত্র শাসন ক্ষমতার পালাবদল নয়, প্রয়োজন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে জনগণের সত্যিকারের কল্যাণই হবে রাষ্ট্রের প্রধান লক্ষ্য।