রাষ্ট্রপতিকে খোলা চিঠি দেবে বাম জোট

নির্বাচন কমিশনসহ প্রাসঙ্গিক বিষয়ে আগামী ১৩ জানুয়ারি রাষ্ট্রপতির উদ্দেশে খোলা চিঠি পাঠাবে বাম  গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান জোটের সমন্বয়ক সাইফুল হক।

তিনি জানান, মঙ্গলবার বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ জানুয়ারি বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে  এই খোলা চিঠি পেশ করা  হবে।  রাষ্ট্রপতির দফতরেও খোলা চিঠির কপি পৌঁছানো হবে

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন সিপিবি নেতা সিপিবি'র সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড

কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা মানস নন্দি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের মুনিরুজ্জামান পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান প্রমুখ।