বামনেতা অমল সেনের ১৯তম মৃত্যুবার্ষিকী সোমবার

আগামী ১৭ জানুয়ারি (সোমবার) উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অমল সেন-এর ১৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার দলের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ সদস্য মোস্তফা আলমগীর রতন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দিবসটি উপলক্ষে আগামীকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওয়ার্কার্স পার্টি চত্বরে (৩০, তোপখানা রোড, ঢাকা) তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতাসহ জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।