সার্চ কমিটি ও নির্বাচন কমিশনের নাম প্রস্তাব করেছে এনডিএম

নির্বাচন কমিশন গঠন, নির্বাচনকালীন সহায়ক সরকার এবং নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালার সংস্কার নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রস্তাব পাঠিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। রবিবার (১৬ জানুয়ারি) একটি প্রতিনিধি দল বঙ্গভবনে এ প্রস্তাব পৌঁছে দেয়।

দলীয় সূত্র জানায়, দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ স্বাক্ষরিত একটি চিঠি ও প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সার্চ কমিটি গঠনের প্রস্তাবে ৫ জনের নাম উল্লেখ করেছে এনডিএম। তারা হলেন, বিচারপতি ইমান আলী, গীতিআরা সাফিয়া চৌধুরী, হোসেন জিল্লুর রহমান, সাখাওয়াত হোসেন ও সালেহ উদ্দিন।

নির্বাচন কমিশন গঠনের জন্য পাঁচজনের নাম উল্লেখ করেছে এনডিএম। তারা হলেন বিচারপতি আবু বকর সিদ্দিকী, মোশাররফ হোসেন ভুঁইয়া, আ ন ম মুনীরুজ্জামান, জাফর আহমেদ খান ও তাসনিম সিদ্দিকী।