‘আলোচনা না করে নির্বাচন কমিশন আইন প্রণয়ন দুরভিসন্ধিমূলক’

আলোচনা না করে নির্বাচন কমিশন আইন প্রণয়ন দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিয়ে কথা বলেন।

খালেকুজ্জামান বলেছেন, ‘যখন বাংলাদেশের ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দল নির্বাচন কমিশন আইন প্রণয়নের কথা বলছে, দেশের বিশিষ্ট নাগরিকরা নির্বাচন কমিশন আইনের প্রয়োজনীয়তা এবং ভূমিকা পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের দাবি জানিয়েছে, তখন কাউকে না জানিয়ে কারও মতামত না নিয়ে চুপিসারে মন্ত্রিপরিষদে নির্বাচন কমিশন আইন ২০২২-এর খসড়া অনুমোদন করায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

এই বাসদ নেতার দৃষ্টিতে, ‘একদিকে রাষ্ট্রপতি সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন, অন্যদিকে সরকার নিজেদের সুবিধামতো আইন পাসের প্রক্রিয়া শুরু করেছে। অতীতের অনেক আইনের মতোই এই আইনও ক্ষমতাসীনদের স্বার্থরক্ষায় ব্যবহৃত হবে।’

খালেকুজ্জামান মনে করেন, ‘ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় থাকা বর্তমান অবৈধ সরকারের প্রণীত আইনটি ২০১৪ ও ২০১৮ সালের মতোই পুনরায় কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, তারই নীলনকশা মাত্র।’

সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের মাধ্যমে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন আইন প্রণয়নের উদ্যোগ নিতে বিবৃতিতে আহ্বান জানান এই বাসদ নেতা।