যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন রেজা কিবরিয়া

যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘আমাদের দেশের গণতন্ত্রকে উদ্ধার করার ব্যাপারে আমেরিকা একটা শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমার মনে হয় বাঙালি জাতির আমেরিকার প্রতি একটা কৃতজ্ঞতাবোধ আছে এ ব্যাপারে।’

শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণ-অধিকার পরিষদ আয়োজিত ‘মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, ‘আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছে একটি শক্তিশালী দেশ। সত্যি কথা বলতে, বিরোধী দল এই ১২ বছরে সরকারের ওপর কোনও শক্তিশালী প্রভাব ফেলতে পারেনি। এবার এই একটা ধাক্কায় তারা কোথায় গেছে এবং তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে।’

তিনি বলেন, ‘মানবাধিকার সংস্থাগুলোর দোষ দিয়ে লাভ নেই। দেশে এতদিন যা ঘটেছে, তারা সেগুলোই সবার কাছে তুলে ধরেছে। দেশের সরকারই এর জন্য দায়ী। সরকার শুধু র‍্যাবের মানসম্মান নষ্ট করেনি; বরং শান্তি মিশনে এসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভবিষ্যৎ নষ্ট করেছে।’

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘আমেরিকা মানে শুধু আমেরিকা না, তাদের বড় প্রভাব বলয় আছে। আজকে যদি শান্তিরক্ষা মিশনেও নিষেধাজ্ঞা আসে তাহলে আমার দেশ আয় থেকে বঞ্চিত হবে। পশ্চিমা দেশে যদি আমাদের রফতানি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের পোশাক খাত মুখ থুবড়ে পড়বে। আমরা এসব বিষয় নিয়ে উদ্বিগ্ন।’

আলোচনা সভায় গণ-অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘আমরা এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবো, এটা চাই না। আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন চাই, স্বাধীন জুডিশিয়ারি চাই এবং স্বাধীন গণমাধ্যম চাই।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণ-অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্রচিন্তার দিদারুল হক ভূঁইয়া প্রমুখ।