রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লাভবান হচ্ছে আমেরিকা: খালেকুজ্জামান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন সংকটে আমেরিকা লাভবান হচ্ছে ১৫০ কোটি ডলারের অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করে, রাশিয়া লাভবান হচ্ছে বাড়তি দামে তেল বিক্রি করে এবং আশে পাশের ছোট ছোট দেশের উপর প্রভাব বিস্তার করে। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেনসহ বিশ্বের জনগণ।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাসদনেতা এসব কথা বলেন।

রুশ বিপ্লবের নেতা লেনিনের কথা উদ্ধৃত করে খালেকুজ্জামান বলেন, ‘সাম্রাজ্যবাদ যতদিন থাকবে যুদ্ধের সম্ভাবনা ততদিন বিরাজ করবে। ফলে দেশে দেশে সমাজতন্ত্রের লক্ষ্যে শ্রমিক-কৃষক মেহনতি মানুষের ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা এবং সাম্রাজ্যবাদী দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে শান্তি আন্দোলনকে জোরদার করার মাধ্যমেই কেবল যুদ্ধ-যুদ্ধ উন্মাদনা বন্ধ করা সম্ভব।’