সংকট নিরসনে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রয়োজন: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মনে করেন, চলমান সংকট নিরসনে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রয়োজন। তার মন্তব্য, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশের চলমান সংকট দূর করতে পারে।’ বুধবার (২ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীরের দৃষ্টিতে, ‘প্রচলিত শাসন ব্যবস্থার অসাড়তা দিন দিন স্পষ্ট হচ্ছে। অপরদিকে দুর্নীতি ও মাদকতার সয়লাবের কারণে ইসলামি অনুশাসন তথা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করছেন দেশের সর্বস্তরের মানুষ। এমত অবস্থায় সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।’

ইসলামী আন্দোলনের আমির উল্লেখ করেন– সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন মার্চ মাসকে দাওয়াতি মাস হিসেবে ঘোষণা করেছে। ১ মার্চ থেকে সারা দেশে শুরু হয়েছে সদস্য সংগ্রহ। পাশাপাশি সারা দেশের ৮৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখা একযোগে দাওয়াতি কার্যক্রম ও সদস্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইতোমধ্যে দাওয়াতি মাসের পোস্টার, লিফলেট, পরিচিতি, সদস্য ফরমসহ প্রয়োজনীয় উপকরণ সব শাখায় সরবরাহ করা হয়েছে।